ফ্লিপকার্ট ৩০টি জীবনদায়ী আইসিইউ ভেন্টিলেটর দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডকে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সময়মতো প্রয়োজনীয় পরিচর্যায় সাহায্য করার জন্য বিভিন্ন রাজ্য সরকারকে সহায়তা প্রদানের প্রচেষ্টা হিসেবে ফ্লিপকার্ট আইসিইউ ভেন্টিলেটর দান করার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই অঙ্গ পশ্চিমবঙ্গে ৩০টি ভেন্টিলেটর দান করা।
ফ্লিপকার্টের এই সাহায্য প্রদানকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি। ফ্লিপকার্টের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার আশা প্রকাশ করে বলেন, এই আইসিইউ ভেন্টিলেটরগুলি সরকারের কোভিড-বিরোধী লড়াইকে এগিয়ে যেতে সাহায্য করবে।
প্রসঙ্গত, বিগত ১৫ মাস ধরে ফ্লিপকার্ট দেশের বিভিন্ন রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে নানাভাবে সহায়তা প্রদান করে চলেছে।