বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মন্ত্রী পদেই বহাল রইলেন রেশন দুর্নীতি-কাণ্ডে ধৃত রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত মন্ত্রী পদে জ্যোতিপ্রিয় মল্লিকই বহাল থাকছেন।
উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকে বন দফতরের দায়িত্ব ওই দফতরেরই প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সামলাচ্ছেন। এদিন বালুর দফতর অন্য কাউকে বণ্টন না করায় আপাতত বীরবাহা হাঁসদা-ই ওই দায়িত্ব সামলাবেন।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বালুর ক্ষেত্রে তার উল্টোটাই হল। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রিসভার বৈঠকে বনমন্ত্রীর হয়েই ব্যাট চালান। বলেন, ‘বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’