Re.Wi.Re ভেহিক্যাল স্ক্র্যাপিং ফেসিলিটি লঞ্চ করল টাটা

ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা Tata Motors রাজস্থানের জয়পুর তার প্রথম রেজিস্টার্ড Re.Wi.Re ভেহিক্যাল স্ক্র্যাপিং ফেসিলিটি RVSF/ রিসাইকেল উইথ রেসপেক্ট চালু করল।  এই Re.Wi.Re-র উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি।

Tata Motors-এর পার্টনার গঙ্গানগর বাহন উদ্যোগ প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি এই Re.Wi.Reটি প্রায় ১৫,০০০ যানবাহনের ক্ষমতা সম্পন্ন সকল ব্র্যান্ডের যাত্রী ও বাণিজ্যিক যানবাহন ধ্বংস করতে পারে।

এটি সম্পূর্ণরূপে ডিজিটালাইজড এবং ইকো ফ্রেন্ডলি পদ্ধতিতে টায়ার, ব্যাটারি, জ্বালানি, তেল, তরল এবং গ্যাসের মতো উপাদানগুলির নিরাপদ ভাঙনের জন্য ডেডিকেটেড স্টেশন রয়েছে। যানবাহনগুলি একটি হাই ডকুমেন্টেশন এবং  ভেঙে ফেলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। যা যাত্রী এবং বাণিজ্যিক যানবাহনের প্রয়োজনীয়তার জন্য পৃথকভাবে তৈরি করা হয়।