ধীরে ধীরে কমেছে আয়, রোজগার বাড়ানোর আশায় রেশন ডিলাদের মদ বিক্রির আবেদন

1 min read

সরকারের তরফে একাধিক নিয়ম জারি হওয়ায় কমছে রোজগার, চিন্তা বাড়ছে রেশন ডিলাদের৷ কেন্দ্রীয় সরকারের তরফে জারি হওয়া একাধিক নিয়ম নীতিতে ভাটা পড়েছে উপার্জনে৷ রোজগার বাড়াতে তাই অভিনব আর্জি জানালেন রেশন ডিলাররা৷ বাড়তি রোজগারের আশায় রেশন দোকান থেকেই মদ বিক্রির ছাড়পত্র চেয়ে আবেদন জানানো হল কেন্দ্রীয় সরকারের কাছে৷

সম্প্রতি এই মর্মে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। যার সহ-সভাপতি হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদভাই মোদী৷ অন্যদিকে, এই সংগঠনের মুখ্য উপদেষ্টা তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

ডিলারদের একাংশের কথায়, রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে গ্রাহকদের আঙুলের ছাপ বায়োমেট্রিক মেশিনে মিলিয়ে দেখা হয়। সেই সঙ্গে চালু করা হয়েছে ওটিপি সিস্টেম। এই সিস্টেমে গ্রাহকের নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়৷ সেই ওটিপি না দিলে রেশন তোলা যায় কেন্দ্রীয় সরকারের এই নয়া সিস্টেমের ফাঁদেই পড়েই ব্যতিব্যস্ত রেশন ডিলাররা৷

এই অবস্থায় রেশনে সামগ্রী রাখার পাশাপাশি বিমা পলিসি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের পরিষেবা, পাঁচ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ওয়াইফাই কানেকশন দেওয়া যায় কি না, সেই ব্যাপারেও রাজ্যগুলির মতামত জানতে চাওয়া হয়েছে। সেই ব্যাপারে এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাঙ্কের সঙ্গেও আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে রেশন ডিলারদের একাংশের মত, তাঁদের রেশন দোকান থেকে মদ বিক্রি করতে দেওয়া হোক৷

You May Also Like