গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ‘অশনি’

বিকেল বেলায় তীব্র গরম থেকে মুক্তি পেলেও, সকাল হতেই ফের অস্বস্তির দেখা মিলছে শহরজুড়ে। আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, যা আগামী ৭২ ঘণ্টা জুড়ে থাকবে। এবং আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া ও।

অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হবে।রবিবারের মধ্যে এই নিম্নচাপ কিছুটা উত্তর-পশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এই গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এ পরিণত হয় কিনা সে দিকেই নজর রয়েছে আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অশনি’ এই নাম প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দেওয়া। উত্তর বঙ্গোপসাগরে দিকে এই ঘূর্নিঝড় আসার সম্ভাবনা।