রাতের অন্ধকারে তৃনমূল নেতার উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে বিক্ষোভ তৃনমূল কর্মী সমর্থকদের। এদিন জলপাইগুড়ি রংধমালি ট্রাফিক মোড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কর্মীরা। উল্লেখ্য গত ২৪ তারিখ বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার ফেরার পথে তৃনমূল নেতা মনোরঞ্জন দে সরকারের ওপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতির দল। আলিপুরদুয়ার জেলাপরিষদের সহকারি সভাধিপতি ও বিশিষ্ট তৃণমূল নেতা মনোরঞ্জন দে বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এরই প্রতিবাদে তৃনমূল নেতা কর্মীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল হন।
এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা এসসি এসটি সেলের সভাপতি কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যা দুর্গা রায়, সদর ব্লক দুই তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন দাস সহ অনেকে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি। কৃষ্ণ দাসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতা মনোরঞ্জন দে-র ওপর গুলি চালিয়ে প্রাণঘাতী হামলা করেছে। বাইরে থেকে গুণ্ডাবাহিনী এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, শান্ত বাংলাকে অশান্ত করে সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি। বিজেপি নেতা কর্মীরা বাংলায় জোর করে ভোট আদায় করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।