পাবজি গেমে পয়েন্ট দরকার ছিল,দাদুর অ্যাকাউন্ট থেকে আড়াই লাখ টাকা উধাও !

ভারত-চীনের সম্পর্কে টানাপোড়েনে সম্প্রতি ভারত বেশ কয়েকটি অ্যাপস নিষিদ্ধ করেছে। তার মধ্যে অনলাইন গেম পাবজি অন্যতম। তবে পাবজি ভারতে নিষিদ্ধ হওয়ার আগের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, গেমটির নেশায় এক কিশোর তার দাদুর একাউন্ট থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে পয়েন্ট কিনেছে, পুলিশ এর ভয়ে মুখ খোলে কিশোর।

কিছুদিন আগেই ব্যান হয়ে যায় গেমটি। আর এসবের মাঝেই পরের ধাপে উঠতে গিয়ে বেকায়দায় পড়ে যায় সে এবং খরচ করে ফেলে দাদুর টাকা।

Read More : ৬টি এআই ক্যামেরাযুক্ত ওপ্পো’র এফ১৭ প্রো

তবে অল্প সময়ের মধ্যে বিষয়টি ধরে ফেলে তার দাদা। সন্দেহ জাগে যে, কীভাবে এত টাকা তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল? তিনি নাতির কাছে প্রশ্ন করতেই সে গল্প ফাঁদে। দাদুকে সে জানায় যে, তার ব্যাংক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। আর তারপরই সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তিনি।

সরকারি টেলিকম সংস্থায় দীর্ঘদিন কর্মরত ছিলেন ওই ব্যক্তি। অবসর নিয়েছিলেন বেশ কিছু দিন আগেই। তবে খুব সম্প্রতি পেনশন ফান্ডের সব টাকা তিনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছিলেন।

তদন্তে উঠে আসে যে, ওই ব্যক্তির ডেবিট কার্ড ব্যবহার করে একটি পেটিএম অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। পুলিশ পরে ওই ব্যক্তির বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, প্রায় সকলের কাছেই তিনি এটিএমের পিন নম্বরটি শেয়ার করে রেখেছিলেন।

শেষমেশ ভয়ে পুলিশে কাছে ১৫ বছরের সেই কিশোর স্বীকার করে নেয় যে, পাবজি গেমে পয়েন্ট দরকার ছিল তার। গেমে অস্ত্র কিনতেই এই পয়েন্টের প্রয়োজন পড়ে। আর সেই কারণেই সে পেটিএম অ্যাকাউন্টে টাকা পাঠায়, দাদুর ডেবিট কার্ড ব্যবহার করেই।