ব্ল্যাক জন্ডিসের ওষুধে আশার আলো দেখচ্ছেন গবেষকরার

1 min read

বিশ্বের পাঁচটি দেশ ইতিমধ্যেই করোনা -রোগীদের জন্য ব্ল্যাক জন্ডিসের ওষুধ দিচ্ছেন৷ করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য রোহতক পিজিএই ব্ল্যাক জন্ডিসের ওষুধের ব্যবহার করছেন৷ তাঁরা এই ওষুধ ব্যবহার করার জন্য তাঁরা পেয়ে গেছেন৷ হেলথ ইউনিভার্সিটির প্রধান চিকিৎসক ওপি কালরা এই তথ্য জানিয়েছেন৷ এই বিশেষ পরীক্ষার জন্য ৮৬ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে৷

এই ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ সেই সব দেশ ইতিমধ্যেই এই ওষুধ ব্যবহারের পজিটিভ ফলাফল পেয়েছে দেখেই অনুপ্রাণিত হয়ে Rohtak PGI এই ওষুধ ব্যবহারের জন্য অনুমতি চায়৷ এরপরেই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি -র থেকে অনুমতি দেওয়া হয়৷ যদি অন্য দেশের তুলনায় নিজেদের দেশের এই ব্ল্যাক জন্ডিসের ওষুধ ভাল কাজ করে তাহলে করোনা রোগীদের জন্য তা আশীর্বাদ প্রমাণিত হবে৷ তবে এটা কতটা কার্যকরী হবে তা এখনও প্রমাণিত নয়৷ এই ওষুধ সফল হলে করোনা চিকিৎসায় নতুন পথ পাওয়া যাবে৷ করোনা -র জন্য বিভিন্ন দেশে বিভিন্ন চিকিৎসার নানা পদ্ধতি নিয়ে পরীক্ষা চলছে৷

You May Also Like