ভালোবাসার খুনি কারা ?|

0 min read

অভিযোগের প্রমাণ গলি,
সূক্ষ্ম খরবায়ু,
দুচোখ নামায় ঠোটের তলে,
নীরবতার আয়ু।
আদিমতায় মিশে ছিল,
ইতিহাসের প্রাণ,
প্রাসাদ আলোয় অবাঞ্ছিত,
অবাধে নিবার্ণ।
দূরত্ব হোক রঙিন সফর,
ছন্নছাড়া এ জীবন,
ভালোর নামে অগাধ জমি,
প্রকাশিত হোক মন।
দশক থেকে শাসন চলে,
নিলোর্ভের নামে অঝোর ধারা,
হত্যা থেকে মামলা চলে,
ভালোবাসার খুনি কারা ?

You May Also Like