23
Sep
সমৃদ্ধ শিল্পকলা, দক্ষ কারিগর এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পশ্চিমবঙ্গ সুপরিচিত। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড টাটা টি গোল্ড আবারও ফিরে এসেছে তার দুর্গাপূজো ক্যাম্পেইন নিয়ে। এ বছর, ব্র্যান্ডটি রাজ্যের স্থানীয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে লঞ্চ করেছে বিশেষ লিমিটেড এডিশন ফেস্টিভ প্যাক, যা তৈরি হয়েছে বাঙালি শিল্পীদের সহযোগিতায়। এই শিল্পীরা অ্যাক্রিলিক পেইন্টিং, অয়েল পেইন্টিং, ড্রাই প্যাস্টেল, ওয়াটারকালার এবং ডিজিটাল আর্টের মতো বিভিন্ন শিল্পরীতির মাধ্যমে প্যাকের গায়ে ফুটিয়ে তুলেছেন পূজোর অনন্য রূপ ও আবেগ। এই বিশেষ প্যাকগুলির নকশা করেছেন খ্যাতনামা শিল্পীরা— গৌতম সরকার, যিনি অ্যাক্রিলিক পেইন্টে তাঁর বিস্ময়কর বাস্তবধর্মী সৃষ্টির জন্য পরিচিত; গোপাল নস্কর, যিনি ড্রাই প্যাস্টেলের মাধ্যমে ভারতীয় পৌরাণিক শিল্পকে আধুনিক বাস্তববাদের…
