20
Mar
আশ্বিন মাসের শেষ। দুর্গাপূজাও শেষ হয়ে গেছে সপ্তাহখানেক আগে। এ সময়টাতে যে এমন প্রবল ঝড়ের সাথে সাথে বজ্রপাতসহ অঝোর নয়নে বৃষ্টি হবে, তা নীরজের কল্পনাতীত ছিল। রাত সাড়ে এগারোটার সময় এক মুমুর্ষ পেশেন্টের প্রতিবেশীর ডাকে যখন ওর বাবা বললেন, “নীরজ, আজ তুমি এই পেশেন্টটার ট্রিটমেন্ট করে এসো।“এই তো সবে মেডিক্যালের পড়াশোনা শেষ করেছে সে। এত তাড়াতাড়ি বাবা যে তাকে পেশেন্ট দেখতে যেতে বলবেন, এটা সে আশা করেনি। তাই খানিকটা অবাকই হয়েছিল সে। তবুও বাবার কথার উপর নীরজ না বলতে পারেনি।সুবোধ তলাপাত্র এ চত্ত্বরের একমাত্র নাম করা হাতুড়ে ডাক্তার। বয়স ৬২। গ্রামের সবাই তাকে পাত্রবাবু বলেন, ভগবান মানেন। তারই একমাত্র ছেলে…
