25
Jul
গোষ্ঠীকোন্দলও নাকি শুভ মহরৎ দেখে শুরু হবে কোচবিহারে! তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা জন্মলগ্ন থেকে টানা ২২ বছর জেলা সভাপতির দায়িত্বে থাকা রবীন্দ্রনাথ ঘোষের রবিবারের এক কর্মসুচী নিয়ে সামাজিক মাধ্যম এখন উত্তাল। এদিন রবিবাবু কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য মীর হুমায়ুন কবীরের বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে আসার পুর্ব পরিকল্পিত কর্মসুচী নিয়েছেন। সেই কর্মসুচীতে নিজের অনুগামীদেরও বাড়িতে আমন্ত্রণ করেছেন হুমায়ুনবাবু। সেই আমন্ত্রণের কর্মসুচীই নাকি গোষ্ঠী কোন্দলের শুভ মহরৎ দিনহাটায়। এই নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছে রবি বিরোধী গোষ্ঠী। আর এই কোন্দলে রীতিমত বৈঠক হয়েছে দিনহাটায়। কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতীম রায়, দিনহাটার সাবেক বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা-২…
