30
Jun
আগামীকাল রথ উৎসব। ভারত বর্ষ ,তথা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে ও এই রথ উৎসবে আনন্দে মেতে উঠবেন ভক্তরা। তবে করোনার আবহে দু'বছর ধরে রথযাত্রা ইংরেজবাজার শহরে বেরোয়নি।তবে এবার করোনার প্রকোপ কাটিয়ে ফের নামতে চলেছে ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ ।তার প্রস্তুতি চলছে জোড় কদমে ইতিমধ্যেই তিনটি রথের রংয়ের কাজ শেষ হয়েছে এখন শুধু রথ সাজান বাকি। অন্যদিকে মালদা ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে বোদে প্রসাদ প্যাকেট করতে দেখা গেল ভক্তদের।রথযাত্রার দিন ইংরেজবাজার শহরে মালদার ইসকনের তিনটি রথ শহরের রাজপথ দিয়ে যাবে।তখন অসংখ্য রাস্তা দুপাশে ধরে ভক্তদের এই ছোট প্যাকেটে করে বোদে প্রসাদ দেওয়া হবে।মালদা ইসকনের মন্দিরের অধ্যক্ষ ব্রজ রাজ কানাই…
