03
Jul
শিলিগুড়ির স্বনামধন্য সমাজসেবী সংস্থা 'উত্তরের দিশারী' বুধবার দীনবন্ধু মঞ্চে আয়োজন করেছিল এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য "স্পেশাল ভয়েস অফ বেঙ্গল সিজন ৬"। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের নানা প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা তাঁদের সুরের জাদু নিয়ে হাজির হয়েছিলেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন প্রতিযোগী এদিনের গ্র্যান্ড ফিনালেতে তাদের অনবদ্য পরিবেশনা দিয়ে উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় ভরে ওঠে দীনবন্ধু মঞ্চের প্রতিটি কোণ। উত্তরের দিশারী এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক ডঃ পার্থ সাহা ও সমীর দে। এক ব্যতিক্রমী সন্ধ্যার সাক্ষী থাকল5 গোটা শহর শিলিগুড়ি। বলাবাহুল্য,…
