14
Jun
আলিপুরদুয়ার জেলার বংশীধরপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল। গতকাল রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পাঁচটা হাতির একটি দল এলকায় প্রবেশ করে। কাঠালবাড়ি এবং বংশীধরপুর বেশ কিছু জায়গাতে রাতভর তাণ্ডব চালায় ওই হাতির দলটি। এদিন সকালে কৃষক পরিমল সরকারের লাউ খেতে হাতির দল তাণ্ডব চালায়। যদি ও পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করে
