26
May
তিস্তা নদীতে জল আসার কারণে এখন বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা। আর তাই এখন বাজারে চাহিদা বাড়ছে সাদা বোরোলি মাছের চাহিদা ও। সামনেই বর্ষা আর তার আগেই তিস্তা নদীতে এসেছে পাহারের জল।তাই এখন বোরোলি মাছ ধরতে দেখা যায় মধ্যবয়স্ক থেকে নারী পুরুষ সকলেও। কারণ নদীতে জলের পরিমাণ বাড়লে। তিস্তা নদীতে রকমারি মাছ আছে যার মধ্যে টেংরা খোলসা , বোরোলিসহ অন্যান্য মাছের দেখা মিলছে। তাই নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে মাছ ধরছে। তবে এবার নদীতে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণ ও কমেছে বলে যারা মাছ ধরছেন তারা বলেন। তারা বলেন জলের পরিমাণ কমার সাথে সাথে মাছের পরিমাণ…
