বাংলাদেশী সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বাংলাদেশী সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বুধবার রাত ১১ টা নাগাদ শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোথা থেকে এসেছে তার সঠিক কোন উত্তর সে দিতে পারে না। সেই ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হলেও তা আসলে ছিল জাল আধার কার্ড। দীর্ঘক্ষণ তাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও সে মুর্শিদাবাদের থাকে বলে জানান কিন্তু মুর্শিদাবাদে কোথায় থাকেন কি করতে শিলিগুড়িতে এসেছে তা কিছুই সে জানায় না। পরবর্তীতে স্থানীয়রা শিলিগুড়ি থানায় খবর দিলে শিলিগুড়ি থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জান।
Read More
শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী

শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী

বাগডোগরা ব্যাংডুবী সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার ওই বাংলাদেশী নাগরিক। চলতি মাসেই এক বাংলাদেশীকে গ্রেফতার করেছিল ব্যংডুবি সেনা পুলিশ। তার ঠিক 19 দিনের মাথায় আবারও ধরা পড়লো বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছে থেকেই। বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।  বাগডোগরা থানার পুলিশ…
Read More
শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা

শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা

শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় রবিবার রাতে এক বয়স্ক মহিলা হাতির হামলায় গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে একটি বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। অন্ধকারে আচমকা ওই মহিলার উপর হামলা চালায় হাতিটি। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসীদের অভিযোগ, প্রায়শই লোকালয়ে বন্য হাতির প্রবেশ ঘটছে এবং ঘরবাড়ি ভাঙচুর সহ নানা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা দ্রুত বনদপ্তরের সক্রিয় ভূমিকা…
Read More
তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা

তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা

তিস্তা নদীতে জল আসার কারণে এখন বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা। আর তাই এখন বাজারে চাহিদা বাড়ছে সাদা বোরোলি মাছের চাহিদা ও। সামনেই বর্ষা আর তার আগেই তিস্তা নদীতে এসেছে পাহারের জল।তাই এখন বোরোলি মাছ ধরতে দেখা যায় মধ্যবয়স্ক থেকে নারী পুরুষ সকলেও। কারণ নদীতে জলের পরিমাণ বাড়লে। তিস্তা নদীতে রকমারি মাছ আছে যার মধ্যে টেংরা খোলসা , বোরোলিসহ অন্যান্য মাছের দেখা মিলছে। তাই নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে  মাছ ধরছে। তবে এবার নদীতে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণ ও কমেছে বলে যারা মাছ ধরছেন তারা বলেন। তারা বলেন জলের পরিমাণ কমার সাথে  সাথে  মাছের পরিমাণ…
Read More
অবৈধ কাফ সিরাপ উদ্ধার, আটক এক

অবৈধ কাফ সিরাপ উদ্ধার, আটক এক

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশের মিলল বড় সাফল্য। ধূপগুড়ি বাস টার্মিনাসের সামনে একটি ছোট মালবাহি গাড়িতে হঠাৎ করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় কুড়ি বাক্স অবৈধ নেশার কাজে ব্যবহারের জন্য কাফ সিরাপ। প্রত্যক্ষদর্শী অনিমেষ রায় বলেন, "রাত ১০:১৫ তে দেখলাম হঠাৎ ধুপগুড়ি থানার পুলিশ অন্ধকারের মধ্যে একটি ছোট গাড়িতে তল্লাশি করছে। এরপরই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কয়েক বাক্স নেশার কাফ সিরাপ।" ধূপগুড়ি থানার অফিসার ধনঞ্জয় মজুমদারের নেতৃত্বে মেলে এই সাফল্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধূপগুড়ি মহাকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায় আটক করা হয়েছে…
Read More
কোটি টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার একজন

কোটি টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার একজন

গতকাল শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফুলবাড়ি ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউস এলাকায় একটি ১২ চাকা কন্টেনার কে আটক করে ফাঁসি দেওয়া থানার পুলিশ। তল্লাশি চলাতে চক্ষু চড়ক গাছ পুলিশের। পরান কোম্পানির জুসের আড়ালে এই বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায় গোহাটি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এই বিদেশী সিগারেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে আটক করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কত কার্টুন সিগারেট নিয়ে যাওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি তল্লাশি অভিযান জারি রয়েছে। গভীর রাত অব্দি তল্লাশির পর বিদেশি চার রকমের ২১৪ কার্টুন সিগারেট উদ্ধার করে পুলিশ। ঘটনায় গাড়ি চালক ও সহকারী…
Read More
পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেল মহিলা

পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেল মহিলা

গত ১৩ই মে মেডিকেল কলেজের সংলগ্ন কাওয়াখালি এলাকার নিজের  বাড়ি থেকে একটি ব্যাগে বেশ কিছু সোনার অলংকার, নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আসেন রিনা ঘোষ নামে এক মহিলা। সেখান থেকে সুকান্তপল্লি নিজের বোনের বাড়ি অশোকনগর যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন তিনি। এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়েই তিনি নেমে যান।এরপরেই খোঁজ শুরু হয় ব্যাগের। তড়িঘড়ি দ্বারস্থ হয় এনজেপি থানার। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সিসি টিভি ক্যামেরার সুত্র ধরে খোজ শুরু করতেই মেলে সাফল্য।খোজ মেলে সেই টোটোর। এবং টোটো ওয়ালার কাছ থেকে মেলে সেই হারিয়ে যাওয়া সোনার অলংকার। শুক্রবার সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার…
Read More
আগামী রবিবার থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ

আগামী রবিবার থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ

শিলিগুড়ি, ছোটোদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। আগামী শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল, যেখানে অনূর্ধ্ব-১২ বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী জানান, “ছোটো বাচ্চাদের মধ্যে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানো এবং খেলাধুলোর গুরুত্ব বোঝাতেই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, আগামী ২৫ মে, রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ। এবছর এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেবে। প্রথমে হবে লীগ রাউন্ড, পরে শীর্ষ চারটি দল নিয়ে সুপার ফোর…
Read More
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে

সাধারণ মানুষদের কথা ভেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন অর্থাৎ মরদেহ ক্যারিয়ার ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ ব্যাংকের অন্যান কর্মীরা।এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, সবটা সরকার করতে পারছে না। সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা ট্রামিনোলজি আছে বিভিন্ন করপরেট সেক্টর করে সেক্ষেত্রেই আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগিয়ে এসেছে। এই হার্স ভেন সাধারণ মানুষের অনেক কাজে লাগবে বলে জানান তিনি। সেই সাথে তিনি আরও বলেন মেডিকেল কলেজেও একটি হার্স ভেন দেওয়া হয়েছে সেটি ঠিকঠাক চলছে কী না তা আমি খতিয়ে দেখবো। সেই সাথে তিনি আরও বলেন, এই পরিষেবা সর্ম্পকে…
Read More
কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩

কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩

বাড়িতে মাদক তৈরি করে পাচার। কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩। মঙ্গলবার এস ও জি ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য। মাটিগাড়ার বানিয়াখারী এলাকায় একটি বাড়িতে অভিযান করে পুলিশ। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ মাদক তৈরীর কাঁচামাল। এছাড়াও লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয় ওই বাড়ি থেকে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদুর শেখ, সোনম শাহ ও আব্দুল রফ মমিন। ধৃতদের মধ্যে ওয়াহিদুর ও সোনম স্বামী-স্ত্রী ওই বানিয়াখারির বাড়িতেই থাকতেন। অপরদিকে আব্দুল মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা…
Read More
উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

তিন দিনের উত্তরবঙ্গ সফরের আজ তৃতীয় তথা শেষ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন ‘উত্তরকন্যা’তে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সভাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় দিনে ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। আজ, সফরের তৃতীয় দিনে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলা প্রশাসনিক প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন এই সভায়। পাশাপাশি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার প্রতিনিধিরা ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করবেন বলে সূত্রের খবর। শীঘ্রই সভা শুরু হওয়ার কথা, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ এবং…
Read More
গাইসালের নর্থ কেবিনের কাছে মালদাগামী একটি ডেমু ট্রেনে হঠাৎ আগুন

গাইসালের নর্থ কেবিনের কাছে মালদাগামী একটি ডেমু ট্রেনে হঠাৎ আগুন

আজ গাইসালের নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাটি লক্ষ্য করেই গার্ড জরুরি ভিত্তিতে চালককে ফোন করেন এবং সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এই ঘটনার জেরে গুঞ্জরিয়া স্টেশনে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে আগুন লাগার কারণ খুঁজে বের করতে।
Read More
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সভা

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সভা

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ভিডিওকন ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সেই সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রীর মত একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে নিজ হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সেই সভা থেকে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাগেছে। এরপর আগামীকাল উত্তরকন্যায় উত্তরের সমস্ত জেলার জেলাশাসক, আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
Read More
তাপদাহ থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী বিতরণ

তাপদাহ থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী বিতরণ

গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল, ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়।কর্মকর্তাদের মতে, এই সামগ্রীগুলো তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে।
Read More