22
Aug
দুর্গাপুজোর আগে মহানগরের গণপরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ সাথে একটি সম্পূর্ণ নতুন রুট। ফলে কলকাতার মেট্রো মানচিত্রে আসছে আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেনগ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V), এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ চালু হওয়ার ফলে নিরবচ্ছিন্ন পরিষেবা সম্ভব হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ ও আধ ঘণ্টায় সেক্টর V পৌঁছনো যাবে। অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর, ভায়া নিউ টাউন): রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন ৪.৪ কিমি সম্প্রসারণ চালু হবে। ফলে নিউ…
