22
Nov
সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এবার জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে বালতিভর্তি একাধিক তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার সকালেই এলাকার কিছু বাসিন্দা আমবাগানে সন্দেহজনক বালতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা আমবাগান ঘিরে ফেলে পুলিশ এবং স্থানীয়দের সেখানে যেতে নিষেধ করা হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলির নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হবে । পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কে বা কারা এই বোমাগুলি আমবাগানে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সামসেরগঞ্জ থানার আধিকারিকদের…
