মারুতি সুজুকি’র নিউ এজ ব্যালেনো

1 min read

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের বহু-প্রতীক্ষিত ও ‘টেকনোলজিক্যালি সুপিরিয়র প্রিমিয়াম হ্যাচব্যাক’ নিউ এজ ব্যালেনো লঞ্চ হল। এই অত্যাধুনিক গাড়িতে রয়েছে ‘ক্লাস লিডিং টেকনোলজি’, সেফটি, কমফর্ট ও কনভিনিয়েন্স ফিচার্স, আর সেইসঙ্গে নেক্সা’র ‘নিউ সিগনেচার ক্র্যাফ্‌টেড ফিউচারিজম ডিজাইন ল্যাঙ্গুয়েজ’। সবমিলিয়ে বলা যায়, নিউ এজ ব্যালেনো গ্রাহকদের মন জয় করে নেবে।

নিউ এজ ব্যালেনো পাওয়া যাচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন ও অটো গিয়ার শিফট – এই দুই মডেলে এবং চারটি ভেরিয়েন্টে – সিগমা, ডেল্টা, জিটা ও আলফা। মারুতি সুজুকি নিউ এজ ব্যালেনোর দাম (মডেল ও ভেরিয়েন্ট অনুসারে) ৬৩৫০০০ টাকা থেকে ৯৪৯০০০ টাকা।

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কেনিচি আয়ুকাওয়া বলেন, লঞ্চের পর থেকে ব্যালেনো হল ইন্ডাস্ট্রির পাঁচটি বেস্ট-সেলিং কারের অন্যতম। ভারতে ও ১০০টিরও বেশি দেশে ব্যালেনোর গ্রাহক রয়েছেন ১ মিলিয়নেরও বেশি। এবার নিউ এজ টেকনোলজি ও ফিচার্স, আর সেইসঙ্গে ফ্রেশ লুক, প্রিমিয়াম ইন্টেরিয়র ও স্পেশাল সেফটি গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

You May Also Like