আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে ৭টি প্রকল্পের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না

1 min read

ভোটের মুখে উদ্বোধন ও শিলান্যাসের বহর আলিপুরদুয়ারে।এদিন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে এসে ৭টি প্রকল্পের উদ্বোধন এবং চা সুন্দরী প্রকল্পে কয়েকজন গ্রাহক এবং ১০০ দিনের কাজ করা শ্রমিক কে টাকা প্রদান করেন।

আলিপুরদুয়ার জেলায় চারটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও চারটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প রয়েছে।এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন ১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র।রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছেন।এদিকে চা শ্রমিক আবাসন  প্রকল্পে টাকা প্রদান নিয়ে ক্ষোভ বাড়ছে।রাজ্য শ্রমিকদের আবাসন তৈরিতে দিচ্ছে ১ ল্লক্ষ ২০ হাজার টাকা।

ওপরদিকে দুবছর পূর্বে  চা বাগানে চা সুন্দরী প্রকল্পে আবাসন তৈরিতে বরাদ্দ ছিল ৫ লক্ষ ৪০ হাজার টাকা।এ ব্যাপারে মন্ত্রী বলেন আমাদের ইঞ্জিনিয়ার রা ক্যালকুলেশন করে যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই দেওয়া হচ্ছে।এই বলে তিনি এড়িয়ে গেছেন।

You May Also Like