31
Oct
কৃষকদের ফসল রক্ষায় তৎপর বন দপ্তর। নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গলে অবস্থানরত হাতির দলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাগডোগরা ব্যান্ডডুবি বনাঞ্চলে। বন দপ্তরের সূত্রে খবর, টুকরিয়াঝাড় জঙ্গল থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৮টি হাতিকে এই বিশেষ অভিযানের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে এই বিশেষ স্পেশাল ড্রাইভ পরিচালিত হয়। হাতির দলকে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে শুরু করে বাগডোগরা চা বাগান, বিজয়নগর, হাতিরঘিসা ও কিরণচন্দ্র চা বাগানের মধ্য দিয়ে নিরাপদে বাগডোগরা জঙ্গলে পৌঁছে দেওয়া হয়। জানা যায়, গত কয়েকদিন ধরে টুকরিয়াঝাড় জঙ্গলে হাতির এই বড় দলটি বিচরণ করছিল। কৃষকদের ফসলের ক্ষতির আশঙ্কা ছিল প্রবল। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
