08
Jul
বিগত বেশ কিছুদিন ধরে পদত্যাগ পর্ব চলছিলো মন্ত্রিসভায়। এবার প্রাক্তন হলেন প্রধানমন্ত্রী। চলছিলো জল্পনা, টালমাটাল অবস্থায় ছিলো প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব পদ। এবার আশঙ্কাই সত্যি হল। দেশের স্বার্থে ও দলীয় সদস্যদের চাপের কাছে হার স্বীকার করে শেষমেশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই নিজের পদত্যাগপত্র জমা দিতে চলেছেন বরিস। তবে বরিসের পর কে সামলাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ? ইতিমধ্যেই এই প্রশ্নকে সামনে রেখে রীতিমতো তোলপাড় যুক্তরাজ্যের রাজনীতি। এখনো পর্যন্ত যদিও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে বরিসের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ পেতে পারেন ভারতীয় বংশভূত ঋষি সুনাক। জানা যাচ্ছে, বরিশের পর ঋষি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদের দৌড়ে সম্ভাব্য দ্বিতীয় প্রার্থী।…
