27
Feb
উজান ( বিকে নার্জিনারি) উলু খেড়ের খড় দিয়ে তৈরি একটি গৃহ। যা আজ লুপ্তপ্রায় , তবে বেশ কিছু জাগায় এর দেখা মেলে। দক্ষিণ বঙ্গে ধানের খড় দিয়ে তৈরি হয় গৃহ বা দোকান যাই বলো না কেন কিন্তু আমাদের উওর বঙ্গে ধানের খড় ব্যবহার না করে উলু খেড় বা কাশফুলের খেড় দিয়ে তৈরি করা হয়। আমাদের এখানে "খড় " কে স্থানীয় ভাষায় ' খেড় 'বলি, "উলু খড়" কে বলি ' ইলুয়া খেড়' আর "কাশবন" কে বলি 'কাশিয়া '। এটা আমাদের এখানকার স্থানীয় ভাষা যা জনমানসে প্রচলিত। অন্যদিকে বোড়ো, রাভা, নেপালি, আদিবাসী সমাজে বিভিন্ন নামে পরিচিত। ইলুয়া খেড় দিয়ে ঘড় বা গৃহ…
