কোচবিহার থেকে রওনা হওয়া দশজনকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস

কোচবিহার থেকে রওনা হওয়া দশজনকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস

আগামী ২১ জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় সভা করবেন রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই সভাকে সফল করতে কোচবিহার থেকে সাইকেলে করে রওনা হলেন দশজন তৃণমূল কংগ্রেস সমর্থক। রবিবার কোচবিহার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রওনা হয় দশজনের একটি দল। রবিবার রাতে ময়নাগুড়ি এসে পৌঁছায় সেই দলটি। সোমবার সকালে ময়নাগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এদিন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এদিন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস।
Read More
জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ। পুলিশও মানবিক। খুঁজে বের করলেন বাসিন্দাকে। হারিয়ে যাওয়া টাকা সহ জরুরি নথি ফিরে পেয়ে খুশি প্রকাশ করলেন এক বাসিন্দা।জলপাইগুড়িতে এক টোটো চালক তার টোটোতে একটি মানি ব্যাগ পায়। মানিব্যাগের মালিক কে খুঁজে না পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা দারস্থ হন তিনি। এরপর মানি ব্যাগে থাকা নথি দেখে মানি ব্যাগের মালিককে খুঁজে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে খুঁজে পাওয়া যায় মানি ব্যাগের মালিককে৷ তার নাম কৌশিক দুবে, জলপাইগুড়ির বাসিন্দা। পুলিশ ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, জরুরী কাগজপত্র সহ টাকা ভর্তি মানিব্যাগ সঠিক মালিকের হাতে তুলে দিতে পেরে খুশি প্রকাশ করলেন।পাশাপাশি টোটো চালকের সততার জন্য গর্ববোধ হচ্ছে বলে…
Read More
সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে সচেতনতা বার্তা

সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে সচেতনতা বার্তা

প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া শাখার পক্ষ থেকে করোনা নিয়ে সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে মাস্ক বিতরণ এবং সোশ্যাল ডিস্টেন্স এর মধ্য দিয়ে এই সেন্টারে আগত প্রত্যেকটি মানুষকে সচেতন করা হয় বলে জানান সংস্থার পক্ষে ব্রহ্মকুমার প্রকাশ। এদিন প্রচারের পাশাপাশি তাদের হাতে মাক্স তুলে দেওয়া ও সোশ্যাল ডিস্টেন্স মেনে নানা কর্মকাণ্ড করা হয়। পাশাপাশি করোনা নিয়ে সচেতনও করা হয়।
Read More
ধানের গোলা থেকে উদ্ধার বিশালাকার বিষধর গোখরো সাপ

ধানের গোলা থেকে উদ্ধার বিশালাকার বিষধর গোখরো সাপ

সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার বিষধর গোখরো সাপ। ধানের গোলার ভিতরে ঢুকে দুটো মা মুরগিকে মেরে গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই প্লাস্টিকের ভেতরে সারারাত লুকিয়ে রইলো এই স্পেকটিকাল কোবরা।বৃহস্পতিবার সকালে খবর যায় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। তিনি ছুটে যান জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকায় গৃহেস্তের বাড়িতে। বাড়িতে পৌঁছে ধানের গোলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় ২০ টির মতো মুরগীর ডিম। এবং দুটি মুরগি মৃত অবস্থায়। বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে মুরগীর ডিম খেতে গেলে মা মুরগীর সাথে সাপের লড়াইয়ে মুরগী দুটি সেখানেই প্রাণ হারায়।গোটা ৭-৮ টি ডিমও খেয়ে ফেলে এই…
Read More
শোবার ঘর থেকে উদ্ধার  বিশাল আকার বিষধর গোখরা সাপ

শোবার ঘর থেকে উদ্ধার বিশাল আকার বিষধর গোখরা সাপ

গভীর রাতে গৃহস্থের শোবার ঘরে ফোঁসফোঁস শব্দ। হঠাৎ করে দেখা গেল আলমারির পেছনে বিশালাকার সাপ। ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্য সেবা গ্রাম এলাকায়। রাতেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমি বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।তিনি পৌঁছে যান সেবা গ্রামের সেই গৃহস্থের বাড়িতে। এদিকে বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ ভিড় জমান সাপ দেখতে। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পৌঁছে শোবার ঘরের ভেতর ঢুকে আলমারি পেছনে থেকে বিশাল আকার বিষধর গোখরা সাপ উদ্ধার করে। তারপর আশেপাশের মানুষকে অবগত করে সাপ সম্বন্ধে। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বিশ্বজিৎ বাবু জানান।
Read More
ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই সংগঠনের যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।জলপাইগুড়ির অসম মোড় এলাকায় অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক যুবতী সদস্য। মূলত সংগঠনের যুবতীদের প্রাধান্য দিয়েই এই কনভেনশন করা হয়। যুবতী কনভেনশন উপলক্ষে জলপাইগুড়ি শহরের শিরিষতলা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি অসম মোড়ে এসে শেষ হয়। ডিওয়াইএফআই সংগঠনের যুবতী সদস্যরা জানা‌ন এবারের এই কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনের যুবতীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।
Read More
আগামী প্রজন্মকে তৈরীর উদ্যোগে উইংশের আর্ট গ্যালারিতে প্রদর্শনী

আগামী প্রজন্মকে তৈরীর উদ্যোগে উইংশের আর্ট গ্যালারিতে প্রদর্শনী

শিল্প সংস্কৃতির অন্যতম পিঠষ্ঠান প্রায় দেড়শো বছরের দোরগোড়ায় পৌঁছতে চলা জলপাইগুড়ি শহর।কি নেই এই প্রাচীন ঐতিহ্যবাহী শহরে, অনেক শিল্পীর মধ্যে এই শহরেও রয়েছে চিত্র শিল্পী থেকে চিত্রগ্রাহক,তবে আগামী প্রজন্ম যাতে জলপাইগুড়ির এই সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে শিখরে তারই উদ্যোগ নিলো এবার উইংস। শহরের আর্ট গ্যালারিতে পয়লা জুলাই থেকে তিন দিনব্যাপী উত্তরবঙ্গের বেশকিছু নামি এবং স্থানীয় চিত্র শিল্পী এবং চিত্র গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে এক্সজীবীশনের। প্রায় ৩৪ জনের অংশগ্রহনে মোট ৭০টি শিল্পকলা প্রদর্শিত হচ্ছে এই এক্সজীবীশনে,চলবে আগামী ৩ রা জুলাই পর্যন্ত। তবে বর্তমানে জলপাইগুড়ি শহরের শিল্প সংস্কৃতির চর্চা এবং নতুন আঙ্গিকে কিছু করার প্রবণতা কমে আসছে বলেই মনে করছেন…
Read More
রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

জলপাইগুড়ি শহরের খ‍্যাতনামা সামাজিক কাজের সাথে যুক্ত ক্লাবটি হলো মহুরীপাড়া সার্বজনীন দুর্গা পূজা সমিতি।এবার তাদের পুজো ৭১তম।বিশেষ থিম নারী শিক্ষা।বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা। শুক্রবার রথযাত্রার বিশেষ দিনে এখানে দূর্গা পুজোর খুঁটি পুজো হয়ে থাকে।গত দুই বছর করোনার জন্য তেমন ভাবে জাঁকজমক পূর্ণ পুজো করতে পারেনি উদ্যোক্তারা।কিন্তু এবার করোনাকে হার মানিয়ে খুঁটি পুজো হলো। পুরোহিতের উপস্থিতিতে সকল সদস্যরা উপস্থিত হয়ে খুঁটি পুজোর সূচনা হয়।ক্লাবের সম্পাদক উত্তম বোস বলেন। করোনা আবহের পর এবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে আসন্ন দূর্গা পুজোর সূচনা হলো।
Read More
দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার এর কর্ণধার শান্তনু শর্মা ও পদ্মশ্রী করিমুল হক এর যৌথ এক অভিনব উদ্যোগে পদ্মশ্রী করিমুল হক এর ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি পান্ডা পাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পরিচালনায় ও মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস মহাশয় এর সার্বিক সহযোগিতায় করিমুল হকের মানব সেবা সদন সোসাইটিতে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয় এবং ৭০ জন ছাত্রছাত্রীকে নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পদ্মশ্রী করিমুল হক জানান যে আজকাল সরকারি চাকরির যা অবস্থা,আর আমি যখন দিশারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই এখানকার ছাত্র-ছাত্রীরা যদি নার্সিং প্রশিক্ষণটি নিয়ে তাদের রুজি রোজগার করতে পারে সে কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া…
Read More
দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গ্রামে দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন।অতিবৃষ্টির সতর্কতা ছিলো, তবে মঙ্গলবার ভোর থেকে ব্যাপক বৃষ্টিতে পুরো জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত। বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর স্রোত, প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি।অপরদিকে, জলপাইগুড়ি শহর প্রায় পুরোটাই জ্বলমগ্ন, পৌরসভার ২৫ টি ওয়ার্ডের রাস্তাঘাট, যেন নদীর রূপ নিয়েছে, সকাল ১০ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার। সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহর এবং আশপাশের গ্রাম গুলি অতি বৃষ্টির জলে প্লাবিত।ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পৌরসভা এবং সদর বি ডি ওর পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনা করার কাজ শুরু করেছে প্রশাসন।
Read More
জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত

জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই মোতাবিক সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। দিনভর এভাবে বৃষ্টি চলতে থাকলে তিস্তা ও জলঢাকা সহ বিভিন্ন নদী গুলিতে জলস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড।
Read More
১০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা সহ তিনজন

১০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা সহ তিনজন

পর্যটক সেজে গাঁজা পাচার।এক মহিলা সহ তিনজন কে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার ১০৮ কেজি গাঁজা। ধৃত তিনজনই ত্রিপুরার বাসিন্দা। নকল নম্বর প্লেট লাগানো বোলেরো গাড়ির সিটের নিচে গাঁজা লুকিয়ে শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো পাচারকারীরা।গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের বিবেকানন্দ পল্লী এলাকা থেকে গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
ক্যারিব্যাগ বর্জন করুন, অভিনব প্রচার শিশু কিশোরদের

ক্যারিব্যাগ বর্জন করুন, অভিনব প্রচার শিশু কিশোরদের

শনিবার জলপাইগুড়ির অরবিন্দ নগর শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল বাজারে কাপড়ের ব্যাগ বিতরণ করতে।পাশাপাশি ক্যারি ব্যাগ বন্ধ করতে হাত জোড় করে মানুষের কাছে আবেদন করছেন। এহেন কাজ কে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এক কিশোর জানায় আমাদের ভবিষ্যৎ এর জন্য মানুষের কাছে ক্যারি ব্যাগ বন্ধের আবেদন জানাচ্ছি। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি পুরসভা এই প্লাস্টিক বর্জন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতে অব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা।
Read More
তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে

তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে

তিস্তায় হলুদ সংকেত।জলপাইগুড়ির আকাশ পরিষ্কার।শনিবার সকালে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর জানানো হয়েছে তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে। দোমহনী, বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকা পর্যন্ত হলুদ সংকেত রয়েছে। NH 31 জলঢাকায় কোন সতর্কতা নেই বলে জানান তনয় তালুকদার, এস ডিও, এডিকেশন সাবডিভিশন।
Read More