দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বড় স্বস্তি

1 min read

বিগত বেশ কিছুদিনের পর এবার বড়ো স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। অন্যদিকে আক্রান্ত হলেও মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে মৃতের সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান পাঞ্জাবের।

এই রাজ্যে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৮৪ জন। কিন্তু মৃত্যু হয়েছে ৬ জনের। দৈনিক আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করছে মারাঠা ভূমি। মহারাষ্ট্রে একদিনের করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮৯ জন। মৃত্যু হয়েছে মাত্র একজনের।

অন্যদিকে এদিন সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একলাফে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১১ হাজার ২৫২ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫০৪০ জন।

এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮.৫৬ শতাংশে। অন্যদিকে দেশে মোট অ্যাকটিভ কেসের হার ০.২৫ শতাংশে নেমেছে বলে খবর।

তবে দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও বর্তমানে নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লি। রাজধানীতে দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃতের হারও এই মুহূর্তে যথেষ্ট ঊর্ধ্বমুখী বলেই খবর।

ফলে গত সপ্তাহ থেকে দিল্লিতে ফের বাধ্যতামূলক হয়েছে মাস্ক। বাড়ির বাইরে যেকোনো পাবলিক প্লেসে কারোর মুখে মাস্ক না থাকলে তাঁকে মোটা অংকের জরিমানাও দিতে হচ্ছে রাজধানীতে।

You May Also Like