আবার একবার সরকারের বিরুদ্ধে কথা বললেন রাজ্যপাল

0 min read

গত বছরের ভোট পর্বের পরে বরংবার অভিযোগ উঠেছে দুর্নীতির। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসা হয়েছে এই অভিযোগ তুলে আসছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিল তারা। বঙ্গ বিজেপি দাবি ছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যদিও বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ এই দাবি নস্যাৎ করেছেন। কিন্তু এই ইস্যু দাবিয়ে রাখতে কিছুতেই চায় না গেরুয়া ব্রিগেড। তাই আজ ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নিয়ে রাজভবনে গিয়ে কার্যত ধর্না দিল রাজ্যের বিরোধী নেতারা।

এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতরা, নিহতদের পরিবারের সদস্যরা। তাঁকে বিস্তর অভিযোগ জানান হয় এবং ন্যায়ের দাবি তোলা হয়। বিজেপি নেতাদের মধ্যে নেতৃত্বে ছিলেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের অভিযোগ শুনে রাজ্যপাল নিজে বিচারের আশ্বাস দিয়েছেন এবং তোপ দেগেছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। তাঁর অভিযোগ, পীড়িত সকলকে ক্ষতিপুরণ দেওয়া হচ্ছে না, ভেদাভেদ করা হচ্ছে। বগটুইয়ের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হলেও অন্যরা কেউ পাচ্ছে না। উল্লেখ্য, এদিন শুভেন্দু ছাড়াও বিজেপি নেতাদের মধ্যে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

রাজ্যপাল আজ তৃণমূল সরকারের দিকে আক্রমণ করে বলেছেন, নিহতদের পরিবার বিচার পাচ্ছে না। রাজ্যের নাগরিকরা বিচার পাচ্ছে না, তাদের নিরাপত্তা দিতে পারছে না সরকার। রাজ্যপালের আরও অভিযোগ, নির্বাচনের পর রাজ্যে হিংসা ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছে, দিন দিন আরও বাড়ছে। যদিও রাজ্যপালের অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, রাজভবন বিজেপির রঙ্গমঞ্চে পরিণত হয়েছে।

You May Also Like