10
Apr
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার, চালু হতে চলেছে জলের তলা দিয়ে। শুধু কলকাতা মেট্রোর ইতিহাসেই নয়, ভারতেও এই প্রথম জলের তলা দিয়ে চলবে মেট্রো। স্বভাবতই মেট্রো কতৃপক্ষ থেকে সাধারণ মানুষ, সবার মধ্যেই উচ্ছ্বাস ছিলই। অবশেষে চলে এল সেই মাহেন্দ্রক্ষণ। মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী রবিবার প্রথমবারের জন্য হবে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের ট্রায়াল। এই প্রথম পরীক্ষামূলক ভাবে জলের তলা দিয়ে গড়াবে ট্রেনের চাকা। গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশন কমপ্লেক্সের সঙ্গে পূর্ব তীরের আর্মেনিয়ান ঘাটকে যুক্ত করেছে এই ‘আন্ডারওয়াটার টানেল’। এখানেই আগামী রবিবার পরীক্ষা করা হবে মেট্রো রেলের। পরীক্ষামূলক দৌড়ের জন্য সল্টলেক ডিপো থেকে মেট্রোর রেকগুলিকে পূর্বমুখী টানেল…