এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলুয়াবাড়ি রেলস্টেশনে

0 min read

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও রেল সূত্রের খবর এই ব্যক্তির স্টেশনের 2 নমর প্ল্যাটফর্ম এর বাহিরে শুয়েছিল সাফাই কর্মীরা এসে ওই ব্যক্তিকে দেখতে পায় ও তারা বুঝতে পারে কি ওই লোকটি মারা গিয়েছে ।তারপর রেল পুলিশকে খবর দেওয়া হয়। রেল পুলিশ বডি উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য ইসলামপুর হাসপাতাল পাঠিয়ে দিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর স্টেশনের ইনচার্জ বরুণ কুমার সিংহ জানান কি তারা নিয়মিত স্টেশন চত্বরে ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করেন ওই লোকটা কোথায় থেকে কিভাবে আসলো তাদের জানা নাই আজকে হঠাৎ করে আসলো ও এই জায়গায় কিভাবে মারা গিয়েছে? রেল পুলিশ তদন্ত করে দেখছে। অবশ্য সাফাই কর্মী জানান ওই লোকটা ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাইতো ও লোকদের কাছ থেকে চেয়ে খাওয়া দাওয়া করত আজকে সকালেোর দিকে সে জীবিত ছিল অবশ্য তার শরীর খারাপ ছিল এলাকায় কিছু লোক তাকে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাপার ভাবতেছিলো। কি করে সে মারা গিয়েছে তার নাম কি কোথায় থেকে এসেছিল সেটা কারো জানা নাই। ওই লোকটা মারা যাওয়ার পরে গোটা স্টেশন চত্বরে সেনিটাইজড করা হয়েছে বলে জানা গিয়েছে।

You May Also Like