পৃথক দুটি মন্দিরের চুরির কিনারা: দুই জনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

0 min read

গতকাল অর্থাৎ ২রা জুন, ভোর রাত্রে, কাশ্মির কলোনী শিবশক্তি মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির কতৃপক্ষ এন জে পি থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে চুরির কিনারা করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। কাশ্মির কলোনি থেকেই উদ্ধার করে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন পুজার সামগ্রি। ঘটনায় আনন্দ মন্ডল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২৯ শে মে ভক্তিনগর রাধাগবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরি যাওয়া বেশ কিছু পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন পুলিশ সুত্রে জানা গেছে, এনজেপি সংলগ্ন জোরাপানী নদীর ব্রীজের নিচে চুরির সামগ্রী গুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই বুধবার রাত্রে সামগ্রি গুলো উদ্ধার করে পুলিশ।ঘটনায় এম ডি রুস্তম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

You May Also Like