জাতীয় প্রতিযোগিতায় কলকাতা পুলিশের সোনা জয়

1 min read

গত নভেম্বর মাসে ভারত বিশ্বকাপ ক্রিকেট ম‌্যাচ জেতার পর ইডেনের বাইরে ফাটানো হয় বিভিন্ন ধরনের বাজি। সেই বাজি ফাটানোর সময় আহত হয়েছিলেন অশোক ও ক্রেডিট সোয়াপ। তাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তাদের শরীর। কিন্তু তা-ও থেমে থাকেননি তাঁরা। আতঙ্ক কাটিয়ে উঠে, নিজেদের সুস্থ করে তুলে কলকাতা পুলিশকে সোনার মেডেল এনে দেন তাঁরা।

হায়দরাবাদের সর্দার বল্লভভাই প‌্যাটেল ন‌্যাশনাল পুলিশ আকাদেমিতে ‘৪২তম অল ইন্ডিয়া পুলিশ ইকোয়েসট্রিয়ান চ‌্যাম্পিয়নশিপ অ‌্যান্ড মাউন্টেড পুলিশ ডিউটি মিট’-এর প্রতিযোগিতায় যোগ দেয় কলকাতা পুলিশ। এই প্রতিযোগিতায় ২২টি রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘোড়া বাহিনী ছিল। যেহেতু অশোক আগে গুরুত্বপূর্ণ ডিউটি করে এসেছে সেই কারণে লালবাজারের কর্তাদের সঙ্গে আলোচনা করে ওই দুই ঘোরাকে প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে তাঁর আগে প্রয়োজন ছিল ইডেনে বাজির ঘটনাটিকে কাটিয়ে তোলা। ফলে তাদের সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়। দুই সঙ্গী ইম্প্রিম‌্যাটুর ও রুক্মিনীকেও তৈরি করা হয়। এই বিশেষ প্রতিযোগিতায় সামান‌্য ছন্দপতনেও পুরস্কার হাতছাড়া হয় প্রতিযোগীদের। তবে এখানে এই প্রতিযোগিতাও দ্বিতীয় হয় ন‌্যাশনাল পুলিশ আকাদেমি ও তৃতীয় হয় এই রাজ্যের চেরি, কুইন, সুলতানা ও পিটার নামক চারটি ঘোড়া।

You May Also Like