28
Nov
অবশেষে অবসান হতে চলেছে ১৭ দিনের অপেক্ষার। উত্তরকাশীতে উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য শেষ দুই মিটার পাইপ সুড়ঙ্গে ঢোকান হচ্ছে। বের করার সাথে সাথে তাদের স্বাস্থ্যের অবস্থা জানতে প্রস্তুত রয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স, ২টি হেলিকপ্টার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য সৈয়দ আতা হাসনাইনের মতে, সোমবার শুরু হওয়া টানেলের ধসে যাওয়া অংশের ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শেষ দুই মিটারে চলছে, যার পরে একটি ৮০০-মিমি পাইপ আরও ঠেলে দেওয়া হবে এবং শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করার আগেই অন্য প্রান্তে স্থিতিশীল করা হয়েছে।তিনি আরও বলেছেন যে আজ উদ্ধার অভিযানের এটি সতেরোতম দিন, শীঘ্রই এই দীর্ঘ অপেক্ষা অন্তিম পর্যায়ে…
