19
Dec
অ্যাকোয়ারিয়াম ভেঙে ঘটে গেলো বিশাল বিপত্তি। ১ হাজার ৬০০-র বেশি বিভিন্ন প্রজাতির 'বাসিন্দা' ধরে রাখা ছিল বিশাল অ্যাকোয়ারিয়ামে। কিন্তু সেই বিশাল অ্যাকোয়ারিয়াম ফেটে ঘটল বিপত্তি। একাধিক জন আহত হলেন, অনেক ক্ষতি হল আর মারাও গেল তারা সকলে। বিশ্বের বৃহত্তম ‘সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়াম’ এটি। অন্তত ১০০ রকম বিরল প্রজাতির মাছ থাকত এখানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ আনা হত। এই অ্যাকোয়ারিয়াম ছিল ১৬ ফুটের। বার্লিনের রেডিসন ব্লু হোটেলের একটি ভবনের ভেতর এক সুবিশাল অ্যাকোয়ারিয়াম ছিল। যাতে সংরক্ষিত ছিল প্রায় ১ হাজার ৬০০-র বেশি মাছ। সেই অ্যাকোয়ারিয়ামটি ফেটে যাওয়ায় ঘটে গিয়েছে বড়সড় বিপত্তি। অ্যাকোয়ারিয়ামটি ফেটে যাওয়ার ফলে হোটেলের তো ক্ষতি হয়েছেই, আশেপাশে…