23
Aug
গত মাস থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপ রাজ্যের ওপরে। গত সপ্তাহ শেষের নিম্নচাপ কাটার পর সোমবার সবে রোদের মুখ দেখেছিল কলকাতা। এদিকে বৃষ্টি বন্ধ হতেই ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতাবাসীর। এই গুমোট গরমের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২ ঘণ্টার মধ্যেই শহরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর। ফলে শহরবাসীকে ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে…